ফোক সম্রাজ্ঞী মমতাজকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার নাম শুনলে সবাই এক বাক্যে বলবেন তিনি বাংলাদেশের জনপ্ৰিয় একজন সঙ্গীত শিল্পী। শুধু বাংলাদেশই নয়, দেশের বাইরেও সমান জনপ্রিয়। যার প্রমাণ মিললো যুক্তরাষ্ট্রে।
১১ এপ্রিল থেকে তিনি যুক্তরাষ্ট্রে। এই সময়ে একের পর এক সঙ্গীত অনুষ্ঠান মাতিয়ে তুলছেন। সব শেষ তিনি ১৭ মে মাতালেন নিউইয়র্কের কুইন্স। আমাজুরা কনসার্ট হলে একের পর এক জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন মমতাজ।
কনসার্টে নিউইয়ার্কের বাঙালি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ অনেকে ছিলেন।
মমতাজ শুধু নিউইয়র্ক মাতিয়েছেন তা কিন্তু নয়, একই সঙ্গে ফ্লোরিডা, ভারজেনিয়াতেও পারফর্ম করেন।
যুক্তরাষ্ট্র থেকে মমতাজ বলেন, মানুষের ভালোবাসার চেয়ে বড় স্বীকৃতি নেই। যুক্তরাষ্ট্রে এসে সেটি আবারও বুঝতে পারলাম। প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি।