এবার টলিউডে অভিষেক ঘটতে চলেছে চিত্রনায়িকা পরীমণির। ‘ফেলুবকশি’ নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে পরীমণির বিপরীতে থাকছেন তৃণমূলের বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী।
পরীমণি বলেন, কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো। চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি।
পরীমণি জানিয়েছেন, ‘ফেলুবকশি’ একটি থ্রিলারধর্মী ছবি। এখানে তার চরিত্রের নাম লাবণ্য। তবে ছবির প্রসঙ্গে এর থেকে বেশি কিছু এখনই বলতে চাননি অভিনেত্রী।
ছবির কাজে আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন বলে জানান পরীমণি।
এদিকে সোহম চক্রবর্তীর নিজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’ নামে একটা ছবি। যে ছবিতে কাজ করছেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়।