গ্রেফতার হলেন মার্কিন পপ তারকা ও অভিনেতা জাস্টিন টিম্বারলেক। সোমবার রাতে নিউ ইয়র্কের স্যাগ হার্বারে পুলিশি হেফাজতে নেওয়া হয় তাকে। সূত্রের খবর, ওই অঞ্চলের একটি হোটেলে বন্ধুর সঙ্গে দেখা করতে যান গায়ক। রাত সাড়ে ১২টা নাগাদ নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। গাড়ি চালাতে শুরু করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। আর তাতেই ঘটে বিপত্তি। ট্র্যাফিক সিগন্যাল ভঙ্গ করার ফলে ঘটনাটি নজরে আসে। পুলিশ সূত্রের খবর, নেশাগ্রস্ত ছিলেন বছর তেতাল্লিশের গায়ক।
স্যাগ হার্বার জাস্টিস কোর্টের আধিকারিক জানান, মঙ্গলবার আদালতে শুনানি হবে তার। টিম্বারলেকের গ্রেফতারির ঘটনা নিয়ে এখনই বিশদে জানাতে নারাজ পুলিশ-প্রশাসন। পুলিশের তরফে জানানো হয়েছে, কোন কোন ধারায় অভিযুক্ত হলেন গায়ক, তা ঘোষণা করা হবে মঙ্গলবার। এখনও কোনও বিবৃতি মেলেনি গায়কের পরিবার বা ঘনিষ্ঠ সূত্রের তরফে। তবে ঘটনায় কেউ আহত হননি বলে খবর মিলেছে।