আগামী ২৪ নভেম্বর নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়াট হোটেলে বসছে ‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড’অনুষ্ঠান। যে আয়োজনে বাংলাদেশের তারকা শিল্পীদের মিলনমেলা বসবে বলে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন।
২০২০ সাল থেকে বাংলাদেশের ঢাকা ও ভারতের কলকাতায় আয়োজন করা হয় এটিভি ইউএসএ আইকনিক স্টার
এওয়ার্ডস। তবে এবার প্রথমবারের মতো নিউইয়র্কে হতে যাচ্ছে জমকালো আয়োজনটি। এবার সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ও ভারতের বিনোদন জগতের অধিকাংশ তারকারা।
আয়োজনে তারকাদের সম্মাননা দেওয়ার পাশাপাশি ফ্যাশন ও মিউজিক্যাল শো অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন সংবাদ সম্মেলনে। যাতে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, সজল, ইমন, নিরব, রোশান, মন্দিরা চক্রবর্তী, পায়েল সরকার। এছাড়া সংগীতাঙ্গন থেকে থাকবেন আঁখি আলমগীর, বিপ্লব, এস আই টুটুল, রিজিয়া পারভীন, রেশমি মির্জা ও স্বপ্নিল সজিব। উপস্থাপক হিসেবে থাকছেন দেবাশীষ বিশ্বাস। এ ছাড়াও মডেল অনন্য রুমাসহ আরও বেশ ক’জন তারকাও উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক ও ঢাকা থেকে আগত মডেল নিবিড় আদনান নাহিদ ও বাংলাদেশি গ্লোবাল ডায়াসপোরা কাউন্সিলের প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ প্রমুখ।