জলি আহমেদ: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানকে কেন্দ্র করে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। শনিবার, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রেগো পার্কের জয়া হলে এই কনসার্টে ছিল উপচে পড়া ভিড়। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়।
উত্তর আমেরিকার জনপ্রিয় ফেসবুক পেজ বিউটিফুল লেডি এবং ইজাজুল ইসলাম নাইমের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আয়োজন। গোল্ডেন এজ হোম কেয়ার এর সৌজন্যে অনুষ্ঠানটির টাইটেল স্পনসর ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, শাহজাদী পারভিন সারা, ডা. জে সি প্যাটেল, নিউ ইয়ক সিনিয়র এডাল্ড ডে কেয়ার পক্ষে জাহিদ আলম ,এবিসিএইচ গ্রুপের অ্যাডমিন তরিকুল ইসলাম মিঠু এবং অ্যাডভোকেট রেদওয়ানা সেতু।
জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসানের পাশাপাশি আরও কয়েকজন শিল্পীর গান, নাচ ও উপস্থাপনায় ভরে ওঠে পুরো সন্ধ্যা। অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে সহযোগিতা করেন ইজাজুল ইসলাম নাইম, বিখ্যাত ফেসবুক পেজ বিউটিফুল লেডি এর এডমিন সিলভি, নাদিয়া চৌধুরী সহ ও আরো অনেকে।
প্রতিটি টিকিটের মূল্য ছিল ৫০ ডলার, যার সঙ্গে ছিল আকর্ষণীয় বুফে ডিনারের ব্যবস্থাও। আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানিয়েছেন অনেকেই।