ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ টেক্সটাইল প্রদর্শনী “২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো”। এ আয়োজন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রদর্শনী আয়োজক প্রতিষ্ঠান CEMS-Global USA।
এবারের প্রদর্শনীতে থাকবে আরও দুটি মেলা— ২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো (সামার এডিশন) এবং ৪৮তম ডাই কেম বাংলাদেশ এক্সপো। এতে প্রদর্শিত হবে টেক্সটাইল যন্ত্রপাতি, ফেব্রিক, সুতা, অ্যাকসেসরিজ, রঞ্জক, রাসায়নিক এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রযুক্তি।
বাংলাদেশের তৈরি পোশাক খাতকে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এ মেলায় ভারত, চীন, তুরস্ক, কোরিয়া, ইতালি, জার্মানি সহ নানা দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে টেকসই উৎপাদন ও উদ্ভাবনী প্রযুক্তিতে।
প্রদর্শনীতে দেশ-বিদেশের ক্রেতা, গার্মেন্টস মালিক, সরবরাহকারী, গবেষক ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। অংশগ্রহণকারীরা তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি নতুন ব্যবসায়িক সুযোগও তৈরি করতে পারবেন।
এটি বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।