জলি আহমেদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্বনামধন্য ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিমের উদ্যোগে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ২৯ মার্চ উডসাডের গুলশান ট্যারেসে এই ইফতার মাহফিল হয়। এতে প্রবাসী বাঙালি ছাড়াও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এছাড়া স্থানীয় মার্কিনিরাও অংশ নেন। ফলে ইফতার মাহফিলটি একটি পারস্পারিক সম্প্রীতির রূপ ধারণ করে।
এতে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্কের বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, শাহনেওয়াজ, আকাশ রহমান, ফকরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব, শাহ জে চৌধুরীসহ কমিটির অ্যাকটিভিস্ট কামরুজ্জামান বাবু, বদরুদ্দোজা সাগর, তরিকুল ইসলাম মিঠু, আলমগির হোসেন আলম, আহসান হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেয়র অফিসের সাউথ এশিয়ান লায়াজন শুক্রানি ধানপাত পেট্রেশিয়া ও মেয়ের এডভাইজার ফাহাদ সোলায়মান।
আরও ছিলেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ইফতার মাহফিলে বাঙালিরা তাদের পরিবারসহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ফলে এটি একটি মিলনমেলায় পরিণত হয়।
এসময় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী নূরুল আজিম বলেন, আমি অন্তত আনন্দিত ও সম্মানিতবোধ করছি আপনাদের আগমনে। আমি কৃতজ্ঞতা জানাই, আপনারা সবাই এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন বলে। একসঙ্গে ইফতার করতে পারা সত্যি আনন্দের। এই দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমি আশা করি সবার মাঝে সম্প্রীতি ও বন্ধন অটুট থাকবে।
এসময় তিনি উপস্থিত সবাইকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরো এমন আয়োজন করার প্রতিশ্রতি দেন।
ইফতার মাহফিলে উপস্থিত প্রবাসী বাঙালিরা বলেন, নূরুল আজিম একজন পরোপকারী ও প্রকৃত সমাজকর্মী, নিরঅহংকারী, সদা হাস্যুজ্জল মানুষ। তাকে নিউইয়র্ক সমাজের সর্বোস্তরের মানুষ যে কত ভালবাসে তা গত সন্ধ্যায় উডসাডের গুলশান ট্যারেসের ইফতার মাহফিল দেখেই অনুমান করা যায়। চলতি রমজান মাসে যতগুলো ইফতার মাহফিল হয়েছে তার মধ্যে সব দিক বিবেচনায় গত সন্ধ্যায় নূরুল আজিমের ইফতার মাহফিল ছিল সেরা।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। দোয়ায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। এছাড়া বাংলাদেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিসহ সবার মঙ্গল কামনা করা হয়।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির বৃহত্তর বাঙালি সোসাইটির ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটির শিল্প, সংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমকে আরো সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে, একটি ঐক্যবদ্ধ সামাজিক সোসাইটির প্রত্যাশায় প্রতিনিয়ত সহযোগিতা ও পৃষ্টপোষকতা করে আসছেন নূরুল আজিম। শুধু তাই নয়, তিনি অসহায় মানুষের পাশেও নির্দ্বিধায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাংলাদেশি কমিউনিটিতেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। সে কারনে তার ডাকে সারা দিয়ে ছুটে এসেছিলেন কমিটির প্রায় সবাই এবং তার সাফল্য কামনা করেছেন।