যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়াতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন পলাশ সরকার নামের এক বাংলাদেশি প্রবাসী। চলতি বছরের ৩ জুলাই তাকে গ্রেফতার করে আইস কর্মকর্তারা।
জানা গেছে, পলাশ সরকারের বাড়ি সিলেটে। ২০২১ সালে স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে আসেন এবং রাজনৈতিক আশ্রয়ের (অ্যাসাইলাম) জন্য আবেদন করেন। তবে ইন্টারভিউয়ের দিন তাকে আইস আটক করে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয়।
পলাশের স্ত্রী একজন ইন্দোনেশিয়ান নাগরিক। তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তিনি চরম অর্থকষ্টে দিন পার করছেন।
কমিউনিটি অ্যাকটিভিস্ট তরিকুল ইসলাম মিটু জানান, পলাশের স্ত্রী বাংলাদেশি কমিউনিটির কাউকেই ভালোভাবে চেনেন না। নিউইয়র্কের যেই বাড়িতে আগে তারা ভাড়া থাকতেন, সেই বাসার মালিকের স্ত্রীর মাধ্যমে তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। এরপর আমি বিষয়টি যাচাই করে ABCH গ্রুপে সহায়তার জন্য পোস্ট করি।
মিটু আরও জানান, পলাশের স্ত্রী জানিয়েছেন,নিউইয়র্ক থেকে তারা ফিলাডেলফিয়াতে চলে যান বসবাসের জন্য। দুই বছর ধরে ট্যাক্স ফাইল করেছেন এবং নিয়মিত ট্যাক্স পরিশোধও করেছেন। তাদের অ্যাটর্নি ইন্টারভিউতে যেতে বলেছিলেন, কারণ সব নথি সঠিক ছিল। কিন্তু ইন্টারভিউ দিতে গিয়েই পলাশকে আইস গ্রেফতার করে।