গত ৩০ ডিসেম্বর জ্যকসন হাইটের উডসাইডে কুইন্স প্যালেস মিলনায়তনে পিঠা উৎসব ও উসংগীত সন্ধ্যার আয়োজন করে সাইপান কমিটি। এতে অংশ গ্রহণ করে সাইপান কমিটির সদস্যরা তাদের পরিবারবর্গ ও কমিটির গুরুত্বপূর্ণ বিশিষ্ট বৃক্তি ও শুভাকাঙ্ক্ষী।
![]()
পিঠা উৎসব হলো বাঙালির ঐতিহ্যবাহী শীতকালীন উৎসব, বাঙালির নিজস্বতা ও উৎসবপ্রিয়তার এক রঙিন উদযাপন, যা খাদ্যের পাশাপাশি সংস্কৃতি ও ভালোবাসারও প্রকাশ। প্রবাসে পিঠা উৎসবের মাধ্যমে বাঙালীর সংস্কৃতি, ঐতিহ্য পরবতী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া এই ধরনে আয়োজনে উদ্দেশ্য।
![]()
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মির এম ডি মনজুরুল আলম,সাধারন সম্পাদক রজব আলী সহ সংগঠনে সদস্যরা।
![]()
সংগঠনটির সভাপতি মির এম ডি মনজুরুল আলম বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও পিঠা উৎসব মতো উপলক্ষকে কেন্দ্র করে সবাইকে একত্রিত করতে পেরে আমরা গর্বিত। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
![]()