মেজর (অব.) সুধীর সাহা
সম্প্রতি হৈচৈ ফেলে দিয়েছে সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানীর তৈরি মস্তিষ্ক-সঞ্চালক যন্ত্রটি। দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল এক যুবক। সুইচ যন্ত্রটির সাহায্যে প্রায় দশ বছর পরে উঠে দাঁড়িয়েছে যুবকটি। হাঁটতেও শুরু করেছে। প্রযুক্তির বিপ্লব চলছে বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে। এ বিপ্লবে অংশ নিয়েছে ইলন মাস্কের স্টার্ট আপ কোম্পানি ‘নিউরোলিংক’। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া মস্তিস্ক, স্নায়ু ও পেশীকে নতুন করে সংযুক্ত করতে সাহায্য করবে এই কোম্পানীর ‘ব্রেন-ইমপ্ল্যান্ট’ কার্যক্রম। সংস্থাটি একটি বিশেষ যন্ত্র নিয়ে গবেষণা করছে, যার মাধ্যমে মানুষ নিজের মস্তিস্কের সাহায্যে কম্পিউটার ইন্টারফেস নিয়ন্ত্রণ করতে পারবে। নিউরোলিংকের ব্যাখ্যা-এ যন্ত্রের সাহায্যে কোনো ব্যক্তির হারানো দৃষ্টিও ফেরানো সম্ভব। এতে হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলা কোনো ব্যক্তিও নতুন করে হাঁটতে পারবে। সার্জিক্যাল রোবটের সাহায্যে রোগীদের মস্তিষ্কে যন্ত্রটি প্রতিস্থাপন করা হবে। ১৯৪০-এর দশকে চার্চ এবং টুরিং-এর গণনাতত্ত্বের ভিত্তিতে যার চর্চা শুরু হয়েছিল একেবারেই একাডেমিক পরিসরে বিজ্ঞানপিপাসু মানুষের চিন্তার মধ্যে এবং ২০২৫-এ সেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা হয়ে উঠল প্রযুক্তি দুনিয়ার এক অবিসংবাদী নিয়ন্ত্রক শক্তি। কম্পিউটারের মতো প্রযুক্তিনির্ভর যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমান করে তোলা ছিল কৃত্রিম মেধার প্রাথমিক লক্ষ্য। মেধাসম্পন্ন যেকোনো প্রাণির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শিখে নেওয়ার ক্ষমতা। আজকের এই প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় হলো যন্ত্রের শিখে নেওয়ার ক্ষমতা। যন্ত্র আজ শিখছে, আর তা থেকে সিদ্ধান্ত নিতে পারছে। মেশিন লার্নিং-এর হাত ধরে বিপুল তথ্যের সমুদ্র মন্থন করে এ যন্ত্রগুলো শিখে ফেলছে এবং সেই অভিজ্ঞতার আলোকে ফুসফুসের ডিজিটাল এক্স-রে পরীক্ষা করে বলে দিতে পারছে রোগীর ক্যানসার হতে পারে কি-না!
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাম্প্রতিক একটি রিপোর্ট বিস্ময়কর পূর্বাভাস দিয়েছে। ‘ফিউচার অব জবস’ শীর্ষক রিপোর্ট জানাচ্ছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত বিশ্বে চাকরি হারাতে পারে প্রায় ৮ কোটি ৩০ লক্ষ মানুষ। অন্যদিকে, ওই সময়সীমার মধ্যে ৬ কোটি ৯০ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। বিশ্বের মোট ৮০৩টি কর্পোরেট সংস্থার মূল্যায়ন করে এ রিপোর্টটি প্রকাশ করে ডব্লিউইএফ। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আগামী পাঁচ বছরে কাজ হারিয়ে পথে বসতে পারে ১ কোটি ৪০ লক্ষ মানুষ। সুইজারল্যান্ডের ‘দাভোসে’ সংস্থা প্রতিবছরই বিশ্ব নেতাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। এবারের আলোচনায় উঠে এসেছিল, ২০২৭ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুল ব্যবহারের ভালো দিক যেমন বিশ্ব দেখবে, তেমনি এর রয়েছে নেতিবাচক কিছু দিক। এর মধ্যে অন্যতম কর্মী সংকোচন। কারণ, এবার বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো ইতিমধ্যেই কৃত্রিম মেধা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ওপর জোর দিতে শুরু করেছে। ফলে কর্মীদের ওপর এর ভয়াবহ প্রভাব পড়ছে। নতুন কর্মী নিয়োগ তো নয়ই, বরং কর্মী ছাটাই করে সে জায়গায় কৃত্রিম মেধাকে ব্যবহার করার চিন্তা-ভাবনা শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য সংস্থাগুলো যেমন কিছু কর্মী নিয়োগ করবে, অন্যদিকে পুরনো অনেক কর্মীর আর প্রয়োজন বোধ করবে না সংস্থাগুলো।
বর্তমান পৃথিবী চতুর্থ শিল্পবিপ্লবের পথে। বাষ্প ও পানির শক্তি, রেলপথ ও টেলিগ্রাফ এবং ট্রানজিস্টারের মাধ্যমে কম্পিউটার ও ডিজিটাল প্রযুক্তি-এ তিনটি শিল্পবিপ্লব পেরিয়ে চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে আজকের দুনিয়া। এবারের বিপ্লবের মূল চালিকাশক্তি কৃত্রিম মেধা। যাকে ঘুরিয়ে বলা যেতে পারে ‘ইন্টারনেট অব থিংস’ অর্থাৎ যন্ত্রে-যন্ত্রে এক অভূতপূর্ব যোগাযোগ ব্যবস্থা। ২০১৬ সালে সানফ্রান্সিস্কোতে আয়োজিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ প্রথম এই চতুর্থ শিল্পবিপ্লবের ধারণাকে আনুষ্ঠানিকভাবে তুলে ধরে। কৃত্রিম মেধানির্ভর প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্পব্যবস্থার স্বয়ংক্রিয়করণের প্রক্রিয়ার অপর নামই চতুর্থ শিল্পবিপ্লব। এ প্রক্রিয়ার মূল লক্ষ্য স্থির করা হয়েছে-এমন স্মার্ট মেশিন তৈরি করা, যা তথ্যনির্ভর স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে মানুষের হস্তক্ষেপ ছাড়াই সমস্যার সমাধান করবে। তথ্যই বর্তমান দুনিয়ার নতুন পেট্রোল। সেই পেট্রোল পুড়িয়ে সভ্যতার চাকাকে গড়িয়ে নিয়ে যাওয়ার কাজটি করছে যে ইঞ্জিনটি, সেটাই চতুর্থ শিল্পবিপ্লবের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। চ্যাটজিপিটি পৃথিবীর মানুষকে কিছু কাজ দেখিয়ে ইতিমধ্যেই আভাস দিচ্ছে, ভবিষ্যতের কৃত্রিম মেধার দুনিয়াটা কতটাই না বৃহৎ হতে পারে!
কৃত্রিম মেধার যেমন আছে ভালো দিক, তেমনি মন্দ দিকটি কিছুটা হলেও উঁকি দিয়েছে পাশাপাশি। পৃথিবীর ১ কোটি ৪০ লক্ষ কর্মী ছাটাই হয়ে বেকার হয়ে পড়লে তার চাপ পৃথিবী কীভাবে সহ্য করবে, সে ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেনি। অন্যদিকে যেমন সত্য যে, অপরিশোধিত পেট্রোল যেমন জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না-তেমনি তথ্যে যদি মিশে থাকে ভেজাল, সংগৃহীত তথ্যকে যদি করে তোলা হয় পক্ষপাতদুষ্ট-তাহলে কৃত্রিম মেধার আধুনিকতম মডেলগুলো সেই তথ্যকে বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে পৌঁছবে, তা শুধুই মানুষকে বিভ্রান্ত করবে। সুতরাং তথ্যভাণ্ডারে ত্রুটি, অসাম্য কিংবা পক্ষপাত থাকলে সেই তথ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল কৃত্রিম মেধাতন্ত্রের আসল বিপদ পৃথিবীর মানুষের কাছে ধরা দিতে পারে। কৃত্রিম মেধার নৈতিক দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে আওয়াজ তুলেছেন স্ট্যানফোর্ড ‘ব্ল্যাক ইন এ আই’ গ্রুপের প্রতিষ্ঠাতা টিমন্টি গেবরু, যার কাজের মূল বিষয়টিই কৃত্রিম মেধার নৈতিক দায়বদ্ধতা।
আগামীকাল সকালটা যদি ইলন মাস্কের নিউরোলিংক এই সংবাদ নিয়ে আসে-তারা বিচ্ছিন্ন হয়ে পড়া মস্তিষ্ক, স্নায়ু ও পেশীকে সংযুক্ত করে হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলা কোনো ব্যক্তিকে সোজা করে দাঁড়িয়ে যেতে এবং স্বাভাবিকভাবে হাঁটার সামর্থ্যকে ফিরিয়ে দিয়েছে, তবে সেই সংবাদকে বিশ্ব কীভাবে ধারণ করবে? নিউরোলিংক কিংবা কৃত্রিম মেধা কাকে কাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে? ভাবতে ভালো লাগছে, আবার ভয়ও লাগছে। ওলট-পালট করে দেবে না তো এতকালের সাজানো বিশ্বাসটুকু? তবে এ কথা নিশ্চিত করেই বলা যায়, আপনি কৃত্রিম মেধার কাজকে যেভাবেই বিশ্লেষণ করুন, তার অস্তিত্বকে আর অস্বীকার করার সুযোগ পাচ্ছেন না। শুধু এখন দেখার পালা-তার দৌঁড় কতদূর যায়। দেখার পালা, তার কারণে ছাটাই হওয়া বিশাল কর্মীবাহিনীকে নতুন কাজ দেওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা কৃত্রিম মেধা কীভাবে করে। দেখার পালা, ভুল-ত্রুটিযুক্ত কিংবা পক্ষপাতদুষ্ট তথ্যকে শোধিত করে নির্ভেজাল তথ্যভাণ্ডার তৈরি করার কাজে কতটা সফলতা লাভ করতে পারে আগামীদিনের কৃত্রিম মেধার বিশালতা।
প্রশ্ন জাগছে নতুন করে, সুরক্ষিত ভবিষ্যতের জন্য সহায়ক কে হবে-বিজ্ঞান, প্রযুক্তি, অন্য কোনো শক্তি; না বিজ্ঞান-প্রযুক্তির সমন্বিত পদ্ধতি? সেই কবেই প্রযুক্তিকে মৌলিক বিজ্ঞানের জারজ সন্তান বলে আখ্যায়িত করেছিলেন ক্রিস্টোফার কডওয়েল তার বিশ্বনন্দিত বই ‘স্টাডিস ইন এ ডাইং কালচার’-এ। সেখানে তিনি বলেছিলেন, মৌলিক বিজ্ঞানকে বিপথে নিয়ে যাবে প্রযুক্তি। একটি সময় আসবে, যখন প্রযুক্তি হয়ে উঠবে মৌলিক বিজ্ঞানের হাতে গড়া ফ্র্যাংকেনস্টাইন। প্রযুক্তির রমরমায় মানুষ মেতে উঠবে, কিন্তু ভেতরে ভেতরে সেই প্রযুক্তিই ডেকে আনবে মানুষের সর্বনাশ। কডওয়েলের তত্ত্ব বলে-প্রযুক্তি বিজ্ঞানভিত্তিক হতে পারে, কিন্তু সব প্রযুক্তিই বিজ্ঞান নয়! প্রযুক্তি বিজ্ঞানের হাত ধরেই আসতে পারে। কিন্তু তাই বলে তাকে বিজ্ঞান বলা যাবে না। বিজ্ঞান সব সময়ই বলে যে, বৈজ্ঞানিক সত্য কোনো স্থির সত্য নয়! এসব সত্য পরীক্ষা-নীরিক্ষার ভাঙাগড়ার মধ্যে দিয়ে এগুতে থাকে। যেমন সূর্যের চারপাশে পৃথিবীর ঘুরে চলার মতো একটি চলমান সত্য-যা কোপারনিকাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন হয়ে পূর্ণতা লাভ করে। বিজ্ঞান অপেক্ষা করে, শেষ কথা কে বলবে তার জন্য। কিন্তু এ ফাঁক দিয়েই ঢুকে পড়ে প্রযুক্তি। প্রযুক্তি সোজাসুজিভাবে চিহ্নিত করে ফেলে, স্থির করে ফেলে তাদের বিচারে সত্যের সন্ধান। সবকিছু তখন পাল্টে যেতে চায়। প্রযুক্তিই হয়ে পড়ে শেষ উত্তর। আজকের দিনের সেই শেষ উত্তরটিই দিয়ে যাচ্ছে কৃত্রিম মেধা।