এক দফা দাবিতে আজ রোববার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বেলা ১১টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন। রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোঁটা হাতে শত শত লোক জড়ো হয়েছেন। সকালে সাড়ে ১০টার পরে তারা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। তবে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয়। তারা হাসপাতালের ভেতরে ঢুকে যান। সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা ইটপাটকেল ছুড়ছিলেন। মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগান দেওয়া হয়। আরও বলা হয়, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’।
সিএমএম কোর্টের সামনে পুলিশের গাড়িতে আগুন
ছাত্র আন্দোলনের ডাকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে চলা অসহযোগ আন্দোলনে রাজধানীর পুরান ঢাকায় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। রোববার বেলা ১১টার পর এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে মুন্সিগঞ্জে ব্যাপক সংঘর্ষ। শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। রোববার সকাল পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে কারখানা ভাঙচুর, আন্দোলনে অংশ নিলো শ্রমিকরা, বিসিকে ছুটি
নারায়ণগঞ্জের কায়েমপুর এলাকায় রোববার সকালে অন্তত তিনটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। পরে এসব কারখানার পাশাপাশি আশপাশের সব কারখানা ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বেলা ১১টার দিকে বিসিক শিল্পনগরে দিকে আন্দোলনকারীরা গেলে সেখানকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করে সেখানকার মালিক সমিতি। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কায়েমপুর এলাকায় সকালে বহিরাগত লোকজন প্রথমে ইউরোটেক্স কারখানায় হামলা করে শ্রমিকদের বের করে দেয়। পরে শ্রমিকদের একটি অংশ তাদের সঙ্গে যুক্ত হয়। পরে পরিস্থিতি অবনতি হতে থাকলে আমরা বিসিকের সব কারখানা শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছি। বিসিকে আড়াই লাখ শ্রমিক কাজ করেন।
চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে ছাত্রলীগের হামলা
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকেই চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান নেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। এসময় সদরঘাট এলাকার মোড় থেকে হামলা চালান ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়েছেন তারা। এর আগে শনিবার এক দফা ঘোষণার পরে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ঘোষণা দেন নগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথমে দুপুর আড়াইটায় নিউমার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। এরপর একই স্থানে দুপুর ১টায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় নগর আওয়ামী লীগ। রাতে নিজেদের সময় পরিবর্তন করে বেলা ১১টা থেকে নিউমার্কেটে অবস্থানের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
