শেখ হাসিনা দেশ ছাড়ার পর এক রকম আড়ালেই চলে গেছে আওয়ামী লীগ। সাংগঠনিক কর্মকাণ্ড নেই বললেই চলে। নেতাকর্মীরা আত্মগোপনে। কোনো কোনো নেতাও পালিয়েছেন দেশ ছেড়ে। এ অবস্থায় আওয়ামী লীগের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে তথ্য পাওয়ার চেষ্টা হচ্ছে।
সবশেষ মঙ্গলবার পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়।
সেখানে বলা হয়, ‘Update ‼️ বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল WhatsApp +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য প্রেরণের অনুরোধ করছি।’
কিন্তু যে নম্বরটা দেওয়া হয়েছে সেটা যুক্তরাষ্ট্রের নম্বর। কোনো নেতার হবে এটি। নম্বর অনুযায়ী ধারণা করা যায়, তিনি যুক্তরাষ্ট্র থেকে তথ্য সমন্বয় করবেন। আর যদি তা নয় হয়, তাহলে দেশে অবস্থান করে কেউ এ ধরনের নম্বর প্রদর্শন করে কর্মকাণ্ড চালাচ্ছেন। তাই এখন প্রশ্ন উঠেছে তাহলে কি আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে?