যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাঙালিদের নিয়ে ইফতার মাহফিল করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপ আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প (এবিসিএইচ)।
৭ এপ্রিল জ্যাকসন হাইটসে রিভার্টলের সদরদপ্তরে এই ইফতার মাহফিল হয়। এটি আয়োজনে সহযোগিতা করে রিভার্টল ও ঠিকানা।
এতে এবিসিএইচ গ্রুপের সদস্য, ভলান্টিয়ার ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে জানানো হয়, গ্রুপের পক্ষ থেকে জুন মাসে পিকনিকের আয়োজন করা হয়েছে। যার প্রস্তুতি প্রায় শেষ। পিকনিকসহ গ্রুপের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় ইফতার মাহফিলে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম মিঠু, হাসান ভূঞা, জাহিদ করিম।
এবিসিএইচ আমেরিকায় থাকা বাংলাদেশি কমিউনিটির একটি উল্লেখযোগ্য গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা নানাভাবে সহযোগিতা পেয়ে থাকেন। যেমন বাসাভাড়া, চাকরি খোঁজা ইত্যাদি।
যারা ইফতার মাহফিলে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে গ্রুপটির অ্যাডমিন তরিকুল ইসলাম মিঠু বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় ৬০ হাজার মানুষকে সাহায্য করা হয়েছে এই প্লাটফর্মের মাধ্যমে।