‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা!’ মাত্র সাতটি শব্দ। তবে এর ক্ষমতা ছিল বিশাল। এ ক’টি শব্দেই বদলে গেছে বাংলাদেশের ইতিহাস। দেশে টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হয়েছে এই সাত শব্দের একটি বাক্যের ডাকে। আর এখন এটিই হয়েছে ইসিহাসের সেরা দিদ্ধান্ত। সেরা বাক্য।
শেখ হাসিনার পতন ও ছাত্র-জনতার নতুন বাংলাদেশের ১ মাস পূর্ণ হলো আজ।
আজকের দিনটি সবাই স্মরণীয় মনে করছেন এবং দিনটিকে ঘিরে সবাই নিজের স্মৃতিচারণ করছেন। মূলত ৫ আগস্ট ছাত্র-জনতার লংমার্চকে ঘিরে শেখ হাসিনার পতন হলেও এই লং মার্চ ৬ আগস্ট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রথমে। তবে কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করে তা ৫ মার্চ ঘোষণা করা হয়। এদিনই পতন হয় শেখ হাসিনার।
শিক্ষার্থীদের লং মার্চ একদিন এগিয়ে আনার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সময়ের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী। এবং এই সিদ্ধান্তকে তিনি সেরা সিদ্ধান্ত বলেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি বলেন, ‘তারুণ্যের সেরা সিদ্ধান্ত ছিলো— ‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’।
৪ আগস্ট ‘আগামীকালই মার্চ টু ঢাকা। ইতিহাসের সাক্ষী হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করুন এখনই। চুড়ান্ত লড়াইয়ে শামিল হোন।’ ক্যাপশনে একটি ভিডিও দেন আসিফ মাহমুদ। এতে মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহবান জানান তিনি। সেই ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ছে ফেসবুক।
মো. ইকবাল হাসান ফেসবুকে লিখেছেন, ‘ইতিহাসের সেরা সিদ্ধান্ত ছিলো, পরশু নয় কালকেই লং মার্চ টু ঢাকা!’ কাজী ইমাম মেহেদী সোহেল সাত শব্দের সেই বাক্যটিই নতুন করে শেয়ার করেছেন। ইভা জান্নাত এশা স্ট্যাটাস দিয়েছেন, ‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা! ২৪ এর স্বাধীনতার সব চেয়ে বড় ডাক। সবাইকে শুভেচ্ছা।’