জলি আহমেদ…
নিউ ইয়র্কের ব্রকলিনের ওজন পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য পথমেলা। ২৮ সেপ্টেম্বর রোববার এই মেলা হয়।
মেলায় সকাল থেকে সন্ধ্যা অবধি ছিল বাংলাদেশি বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের স্টল। নারী উদ্যোক্তারাও তাদের পণ্যের প্রসরা সাজিয়ে বসেন মেলায়। হাজারো প্রবাসী বাংলাদেশিরা দিনভর ঘুরে ঘুরে তাদের পছন্দের পণ্য কিনে নেন।
কমিউনিটির সবার উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে ওজন পার্কের মেলা। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। ওয়ার্ল্ড বাংলা মিউজিকের প্রেসিডেন্ট বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব আয়োজক এম এন জামান লাল্টু উপস্থিতিতে মেলা উদ্বোধন করেন শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাকির এইচ চৌধুরী, মইনুদ্দিন ও মাজেদা উদ্দিন।
![]()
এছাড়া নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত সব শিল্পীরা সঙ্গীত পরিবেশ করেন।
মেলার প্রোগ্রাম কমিটিতে ছিলেন- প্রেসিডেন্ট খাইরুল ইসলাম খোকন, সেক্রেটারি লিটন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, চিফ কোঅর্ডিনেটর মাতাবুর রহমান, জয়েন্ট কনভেনর কবির উদ্দিন, কনভেনর হেলালুর রহমান, কোঅর্ডিনেটর এমডি তুহিন। উপস্থিত ছিলেন আরো ওয়ার্ল্ড বাংলা মিউজিকের চেয়ারম্যান সায়েদ আজাদ। মিডিয়া পার্টনার হিসেবে ছিল ঠিকানা। মেলায় স্পন্সর করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
![]()
অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, বাংলাদেশিরা আমেরিকার মাটিতে নিজস্ব সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন। এই মেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমি এর আয়োজকদের ধন্যবাদ জানাই। আমরা চাই সবাই ঐক্যবদ্ধ থাকবো। সুখে দুখে একে অপরের পরের পাশে দাঁড়াবো।
![]()
অনুষ্ঠানের আয়োজক এম এন জামান লাল্টু বলেন,আমরা যুগ যুগ ধরে এমন মেলার আয়োজন করে আসছি। এটি আমাদের একে অপরের প্রতি ভালোবাসা ও ভাতৃত্ববন্ধনের প্রতীক।