যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
রোববার স্থানীয় সময় ভোরের দিকে কেনেডি রিক্রিয়েশন সেন্টারের কাছে নর্থওয়েস্টের সেভেনথ অ্যান্ড পি স্ট্রিটের সংযোগস্থলে গোলাগুলির এ ঘটনা ঘটে।
মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।
পুলিশের নির্বাহী সহকারী প্রধান জেফরি ক্যারল এক সংবাদ সম্মেলনে জানান, নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। আর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে গুলির আশপাশের পরিস্থিতি বা আহতদের অবস্থার বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
এদিকে ঘটনার পর কাউকে গ্রেপ্তার বা সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি পুলিশ।