থাইরয়েডের সমস্যা বেড়েই চলেছে। তুলনামূলকভাবে পুরুষের চেয়ে নারীরা বেশি এ সমস্যায় ভোগেন। হরমোনের ঘাটতি বা আধিক্যের ফলে দেখা দেয় এ সমস্যা।
বলা হয়, থাইরয়েড একটি ছোট, প্রজাপতির আকারের গ্রন্থি যা গলার মাঝখানে অর্থাৎ ভয়েস বক্সের নিচে এবং শ্বাসনালীর চারপাশে আবৃত। থাইরয়েড গ্রন্থি হরমোন তৈরির মাধ্যমে দেহের প্রায় সব প্রক্রিয়াকে প্রভাবিত করে। কিন্তু যখন এটি সঠিক পরিমাণে হরমোন তৈরি করা থেকে বিরত থাকে তখনই দেখা দেয় সমস্যা।
এ অবস্থায় আপনি কীভাবে বুঝবেন থাইরয়েডের সমস্যা ভুগছেন। কী লক্ষণ দেখলে আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। চলুন জেনে নেওয়া যাক।
১. সবসময় ক্লান্তি লাগা
২. হঠাৎ করেই ওজন বেড়ে যাওয়া বা কমা
৩. অতিরিক্ত ঠান্ডা অনুভূত হওয়া
৪. চুল পড়া বেড়ে যাওয়া
৫. নারীদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা
৬. ঘুমাতে সমস্যা হওয়া
৭. গলার ভয়েস বক্সের দুদিকে ফোলা পিণ্ডের মতো অনুভব করা
৮. হতাশা, অথবা মেজাজ পরিবর্তন
৯. অনেকক্ষণ ধরে গরম অথবা শীত অনুভূত