কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে গুলিবিদ্ধ আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম বাবুল হাওলাদার (৫০)।
এ নিয়ে এ পর্যন্ত ২১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।
গতকাল রোববার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার (১৯ জুলাই) বেলা আড়াইটার দিকে বাসায় ফেরার পথে হাতিরঝিল থানাধীন পলাশবাগ এলাকায় গুলিবিদ্ধ হন বাবুল। তিনি রং মিস্ত্রির কাজ করতেন।