অভিনেতা জায়েদ খানকে নিয়ে আলোচনার শেষ নেই। তিনি যেমন আলোচনা ও বিতর্কের জন্ম দিতে পছন্দ করেন, তেমনি তাকে নিয়েও চলে কানাঘুশা।
এই যেমন টলিউড অভিনেত্রী সায়ন্তিকার সঙ্গে নাকি তিনি প্রেম করছেন- এমন একটি গুঞ্জন ছড়িয়েছে।
আবার কেউ কেউ বলেন, সায়ন্তিকাকে বিয়ে করতে চলেছেন। আসলে কি তিনি বিয়ে করতে চলেছেন। সায়ন্তিকার মুখেই শোনা যাক, আসলে ঘটনাটি কি।
সম্প্রতি নিজের বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে একটি ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী। তার কাছে জানতে চাওয়া হয়েছিল- আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন?
জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না।’
তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’
সায়ন্তিকা আরও বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’