শেষ দিকে যখন লঙ্কান শিবিরে তিন তিন বার আঘাত হানলো টাইগাররা, তখন দর্শকদের মাঝে যেন ফিরে এসেছিল প্রাণ। কিন্তু সেই উচ্ছ্বাসটা আর স্থায়ী হয়নি বাংলাদেশের জন্য। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে টাইগারদের ৩ উইকেটে হার নিয়ে ছাড়তে হয় মাঠ। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো সফরকারীরা। বাংলাদেশের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। প্রথমে ব্যাট করে সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। সৌম্য ৬৬ বলে ৬৮ রান করেন। আর হৃদয় ১০২ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন।
২৮৬ রানের জবাব দিতে নেমে শূন্যতেই সাজঘরে ফিরে যান লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন পাথুম নিশাঙ্কা।
আগ্রাসী ব্যাটিংয়ে ৪১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দলীয় ৪২ রানে ১৩ বলে ১৬ রান করা কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান তাসকিন। তবে পিচে আঠার মতো যেন লেগে যান পাথুম নিশাঙ্কা ও চারিথ আশালঙ্কা। মূলত, এই জুটির কাছেই হেরে যায় বাংলাদেশ। তারা ১৮৩ বলে ১৮৫ রানের দুর্দান্ত জুটি করেন।
লঙ্কানদের হয়ে বাকি কাজ করেন দুনিথ ওয়াল্লাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩৪ রানের জুটি করে ওয়ানিন্দু হাসারাঙ্গা ফিরলেও বাকি ২ রান প্রমথ মাদুশানকে নিয়ে সহজেই তুলে নেন ওয়াল্লাগে। শেষ পর্যন্ত ৩ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।