জলি আহমেদ…
নিউইয়র্কে বর্ণিল আয়োজনে হয়ে গেলো বাংলাদেশি অ্যামেরিকান রিয়েলটর অব নিউইয়র্কের (অ্যাবারনি) অ্যাওয়ার্ড নাইট ২০২৫। গত ২০ আগস্ট লং আইল্যান্ডের দ্য ওয়াটার ফ্রন্ট ভেন্যু শাতো লা মের-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জমকালো আয়োজনে রিয়েল এস্টেট সেক্টরের প্রতিষ্ঠিত এবং নিজ নিজ অঙ্গনে সেরা রিয়েলটদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন নিউইয়র্কের স্বনামধন্য রিয়েলটর এবং তাদের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই নানা বৈচিত্র্যময় আয়োজন করে আসছে অ্যাবারনি। বছর জুড়ে কমিউনিটিতে বিভিন্ন ধরনের কার্যক্রম করে বেশ প্রশংসা কুরিয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও জমকালো অ্যাওয়ার্ড নাইট-২০২৫ আয়োজন করে অ্যাবারনি।
অ্যাওয়ার্ড নাইটের অনুষ্ঠানে পরিবার আর প্রিয়জনদের নিয়ে মনোমুগ্ধকর প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা।পারিবারিক আবহে পুরো সন্ধ্যাটা উপভোগ্য হয়ে উঠে সবার কাছে।
এরপর আসে কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এই পর্ব সঞ্চালনা করেন অ্যাবারনির অন্যতম ডিরেক্টর সাব্বির আহমেদ ও ইমরান ভূঁইয়া। এরপর শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় সংগঠনের ফাউন্ডিং মেম্বার ও প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান শাহীনকে। তিনি সংগঠনের অর্জন ও পথচলা নিয়ে কথা বলেন।
তিনি বলেন, হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসেছে অ্যাবারনি। এট এখন রিয়েলটরদের প্রাণের সংগঠন। সামনের দিনগুলোতে অ্যাবারনি আরো অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।
তবে সবার আকর্ষণ ছিল অ্যাওয়ার্ড প্রদান পর্বের দিকে। এই পর্ব পরিচালনা করেন অ্যাবারনির ডিরেক্টর নাদির খান এবং ডিরেক্টর নাজনিন মির্জা।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিয়েলটদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিরা হলেন- জামান মজুমদার, সারওয়ার খান, আডান ইসলাম, সাব্বির আহমেদ, ইমরান ভূঁইয়া, কাজী হোসাইন, মোহাম্মদ করিম এবং ইন্দ্রজিৎ সরকার।
অ্যাবারনির মতো সংগঠন থেকে সম্মাননা পেয়ে নিজেদের ভালো লাগার কথা জানান রিয়েলটররা। তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন অ্যাবারনির অন্যতম ডিরেক্টর ও রিয়েল স্টেট আঙ্গিনায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব ফাউন্ডিং মেম্বার এবং সংগঠনের ট্রেজারার শাকিল আহমেদ।
এর মধ্যে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় সংগঠনের সব ডিরেক্টরকে। যাদের মধ্যে ছিলেন সাব্বির আহমেদ, ইমরান ভূইয়া, নাদির এ খান, নাজনিন মির্জা, শাকিল আহমেদ, মোহাম্মদ রহমান শাহীন, কাজী হুসেইন, কবির মুনশী ও হাসান ইমাম। তারা নিজেদের পরিচয় তুলে ধরেন।
লং আইল্যান্ডসহ নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে রিয়েল এস্টেট সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গল্প আর পারিবারিক আবহে পরে সবাই ডিনারে অংশ নেন। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে, গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী নাজু আখন্দ। তিনি জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্কের পরিচিত মুখ ও সফল সংগঠক অ্যাবারনির প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান শাহিন।
উপস্থিত সব অতিথিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকে এই সংগঠনটি তিন বছরের পদার্পণ করলো। এই সংগঠনের মাধ্যমে আমরা সব সময় বাঙালি কমিউনিটিতে কাজ করার চেষ্টা করি। বিশেষ করে রিয়েল এস্টেট পেশাজীবী যারা আছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের উদ্দেশ্য। আমরা চাই বাংলাদেশি-আমেরিকান রিয়েলটরদের জন্য একটি সহায়তামূলক ব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি বাংলাদেশ কমিউনিটিতে যারা আছেন তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো। এ সময় তিনি সংগঠনের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন।
ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কবীর বলেন, আমরা এমন আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। যারা আজকে এওয়ার্ড পেয়েছেন তাদের ধন্যবাদ জানাই। এছাড়া যারা আমাদের পাশে থেকে সহায়তা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই।
অ্যাবারনির ২০২৫-২৬ মেয়াদের বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে রয়েছেন- প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান শাহিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কবীর, ট্রেজারার শাকিল আহমেদ, ডিরেক্টর সাব্বির আহমেদ, ডিরেক্টর নাদির খান, ডিরেক্টর ইমরান ভূঁইয়া, ডিরেক্টর নাজনীন মির্জা, ডিরেক্টর ইমাম হাসান, ডিরেক্টর কবির মুন্সি এবং কাজী হোসাইন।
পেছনে ফিরে তাকালে দেখা যায়, ২০২২ সালে চারজন নিবেদিতপ্রাণ রিয়েল এস্টেট পেশাজীবী- মোহাম্মদ রহমান শাহিন, মোহাম্মদ কবীর, সাকিল আহমেদ এবং বদরুল চৌধুরী– বাংলাদেশি-আমেরিকান রিয়েলটরদের জন্য একটি সহায়তামূলক ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়ে আসেন। তাদের উদ্দেশ্য ছিল প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি-আমেরিকান রিয়েলটরদের জন্য একটি সহায়তামূলক ব্যবস্থা গড়ে তোলা। এসময় তারা আনুষ্ঠানিকভাবে Bangladeshi American Realtors of New York (ABARNY) প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যে, অ্যাবারনি ছোট ছোট ইভেন্ট আয়োজন শুরু করে। যা রিয়েলটরদের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে এবং পেশাগতভাবে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করে।
২০২৩ সালে অ্যাবারনি তার প্রথম ইভেন্ট আয়োজন করে নিউ ইয়র্কের হিকসভিলে। যেখানে ১০০ জনেরও বেশি রিয়েলটর এবং শিল্পখাতের ব্যবসায়ীরা অংশ নেন। পরবর্তীতে আরো একটি প্রোগ্রামের আয়োজন করে অ্যাবারনি। যেখানে ১৫০ জনেরও বেশি মানুষ অংশ নেন।
সবশেষ ২০২৫ সালে এসে আরো একটি প্রোগ্রামের আয়োজন করা হয়। যা অ্যাবারনিকে নতুন উচ্চতায় নিয়ে যায়।