যুক্তরাষ্ট্রে পবিত্র রমজানের শেষদিন উদযাপন ও ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করছেন মুসলিম অভিবাসীরা।
নিউইয়র্কের র্যান্ডলস দ্বীপে এক হাজার ৫০০ এর বেশি মুসলিম অভিবাসী রয়েছেন। এই বছরের রমজান মাসটি তাদের জন্য পরীক্ষার ছিল।
এই অভিবাসীরা নিজ দেশের বাইরে ঈদ উদযাপন করেন। তাদের সঙ্গে আনন্দ উপভোগ করেছে স্থানীয় হাসপাতাল ও সেল্টার কর্তৃপক্ষ। এই মুসলিম অধিবাসীদের জন্য হালাল খাবার সরবরাহ করা হয়।
ওই আশ্রয় কেন্দ্রে ৬ মাস ধরে আছেন বায়োনি নামে এক অভিবাসী।
তিনি বলেন, তারা আফ্রিকা থেকে নিকারাগুয়া হয়ে মেক্সিকো আসেন। এ পর্যন্ত তাদের একটি সত্যিকারের কষ্টের মধ্য দিয়ে গেছে। কিন্ত, যখন তারা আমেরিকায় পৌঁছেছে, তখন তাদের কষ্ট কমে গেছে।
নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তা টেড লং বলেছেন, প্রতিটি খাবারকে হালাল করা কঠিন ছিল। কিন্তু সত্যি বলতে, আমি মনে করি এটি আমাদের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি ছিল।
মুসলিম উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শেখ মুসা দ্রামেহ বলেন, সেল্টারে অবস্থান করা মুসলিমদের ধর্মীয় চাহিদার প্রতিটি দিকই পূরণ করা হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।