যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার (১০ এপ্রিল)। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মুসলিম কমিউনিটিগুলো। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
এরমধ্যে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা করেছে ইসলামিক সেন্টার ও মসজিদগুলো। এদিন জ্যামাইকায় পিএস-৫০ স্কুল মাঠে ঈদের জামাত হবে সকাল ৯টায়। সঙ্গে করে জায়নামাজ নিয়ে আসার অনুরোধ করা হয়েছে।
যদি আবহাওয়ার কারণে এই মাঠে জামাত করা না যায়, তাহলে জ্যামাইকাতে মসজিদ আল-কোবাতে ৩টি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। তৃতীয় জামাত হবে সকাল ৯টা ৩০ মিনিটে। এরমধ্যে তৃতীয় জামাতে নারীদের অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
ঠিকানা: PS 50 School Field. 143-26 101 Ave (corner of liberty and waltham St.)
মসজিদ আল-কোবার ঠিকানা: 107-24 Inwood Street, Jamaica.
ইসলামিক কালচারাল সেন্টার
অপরদিকে নিউইয়র্কে ইসলামিক কালচারাল সেন্টারের আয়োজনে বেশ কয়েকটি ঈদের জামাত হবে। জামাতের সময়সূচিগুলো নিচে দেওয়া হলো-
নিউইয়র্কে ঈদের সবচেয়ে বড় জামাত হয় কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে। এর পরের বৃহৎ জামাতগুলো অনুষ্ঠিত হয় ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস জামে মসজিদ, জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদগাহ, ওজন পার্কে মসজিদ আল আমান, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, আরাফা ইসলামিক সেন্টার, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ এবং এলমহার্স্টের বিভিন্ন মসজিদের উদ্যোগে।