জলি আহমেদ: নিউইয়র্কে বসবাসরত প্রবাসী নরসিংদীবাসীদের নিয়ে নরসিংদী জেলা সমিতি, ইউএসএ ইনক-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ মার্চ) নিউইয়র্কের উডসাইডে অবস্থিত গুলশান ট্যারেসে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী নরসিংদীবাসী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় বক্তারা নরসিংদী জেলা সমিতির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আহ্বান জানান।
নরসিংদী জেলা সমিতি, ইউএসএ ইনক-এর সভাপতি শামিম গফুর বলেন, “প্রবাসে আমরা আমাদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে চাই। এই ইফতার মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও একতার বন্ধনকে দৃঢ় করে।” আর সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল বলেন, “প্রবাসে থেকেও আমরা নরসিংদীবাসীদের পাশে থাকতে চাই। ইফতার মাহফিলের মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই একত্রিত হওয়ার সুযোগ পাই এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করতে পারি।”
অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী ছিলেন মোঃ সাইফুর রহমান, এবং সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নাজমুল হক। আয়োজকদের মধ্যে ছিলেন আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন খন্দকার ও যুগ্ম আহ্বায়ক কাজী কামরুজ্জামান। ইফতার আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ খালেক। এসময় নবনির্বাচিত কার্যকরী পরিষদেকে বর্ণাঢ্য আয়োজনের প্রশংসা করে ধন্যবাদ জানান তিনি!
উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সালমান জাহিদ জুয়েল। নির্বাচন কমিশনার এম এ মামুন ও হুমায়ূন কবীর। এছাড়া নিউইয়র্ক বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি রকি আলীয়ান ও সাধারণ সম্পাদক জে এফ এম রাসেল, বলাকা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, এ্যাস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির সভাপতি আবুল বাশার মিলন, এ্যসেম্বলী অব আমেরিকার সভাপতি শামীম হাসান ও নিউইয়র্ক ইয়োলো সোসাইটির কর্মকর্তাবৃন্দ। প্রবাস পত্রিকার সিইও আবু সাইদ, নবাবগঞ্জ এ্যাসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি সহ অনেকে। সমিতির সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাঃ নাজমুল এইচ খান, প্রতিষ্টাতা সাধারন সম্পাদক জে মোল্লা সানি, চারবার নির্বাচিত ঢাকা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ চন্দনও উপস্থিত ছিলেন এই ইফতার মাহফিলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আজহারুল ইসলাম খোকা, আহসান হাবিব, মোহাম্মদ মাহবুব হোসেন, বি. এম. মুরাদ, ইঞ্জিনিয়ার আহসানুল হক,মাহবুবু রহমান চুন্নু, ইঞ্জিনিয়ার নুরুল হক, অধ্যক্ষ মোঃ জহিরুল আবেদীন, মোহাম্মদ মোহসিন হোসেন ,জাহিদুল আহম্মেদ, এ.কাদের জিলানী ও রেজাউল খালেক।
এছাড়া কার্যনির্বাহী পরিষদের সভাপতি শামিম গফুর ও সম্পাদক এহসানুল হক বাবুলসহ সিনিয়র সহ-সভাপতি ইকবাল এ ভূইয়া, মোঃ ইসমাইল হোসেন, ফিরোজ আহমেদ, মাসুদ ভূইয়া, মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ ওয়ালিউল্লাহ খন্দকার, সমাজকল্যাণ সম্পাদক রাশিদুল কবির সজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন মিয়া, ক্রীড়া সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মতিউর রহমান, নারী সম্পাদক তোহরা বেগম, প্রচার সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য জাকির এইচ খাঁন, মাহবুবুর রহমান, সালাউদ্দিন খান, মাহবুবুল আলম, কাজী কামরুজ্জামান, সামুদুর রহমান, শাহাদৎ হোসেন খাঁন, আতিকুর রহমান, কামাল চৌধুরী, জেরিন আজাদ, শামীমা খান ও নাসরিন জাহান উপস্থিত ছিলেন।
নরসিংদী জেলা সমিতি, ইউএসএ ইনক-এর নেতৃবৃন্দ জানান, সংগঠনটি প্রবাসী নরসিংদীবাসীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সেবা করে যাচ্ছে।
ভবিষ্যতে আরও বড় পরিসরে ইফতার মাহফিলসহ নানা উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।