জলি আহমেদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন। ২৮ মার্চ নিউইয়র্কের জ্যামাইকার আল আকসা পার্টি হলে এই ইফতার মাহফিল হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি রাফাল তালুকদার।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশি।
ইফতারির আগে বিশ্ব মুসলিম উম্মাহ ও প্রবাসী বাঙালিদের শান্তি–সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার ঘিরে প্রবাসীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষাক আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও ভাইস প্রেসিডেন্ট এশা রহমান।
বিশেষ অতিথি ছিলেন মেয়র অফিসের সাউথ এশিয়ান লায়াজন শুক্রানি ধানপাত পেট্রেশিয়া ও মেয়ের এডভাইজার ফাহাদ সোলায়মার।
এছাড়া উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও ইমিগ্রেন্ট এলডার হোম কেয়ারের সিএও গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম এবং নিউইয়র্কের স্বনামধন্য ও বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী নুরুল আজিম।