জলি আহমেদ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়েছে ‘মা দিবস কনসার্ট’ ও নৈশভোজ। রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজনটি ছিল নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দঘন মিলনমেলা।
![]()
মা ফাউন্ডেশন এর আয়োজনে এবং গোল্ডেন এজ হোম কেয়ার-এর সৌজন্যে অনুষ্ঠিত আয়োজনে গান, আড্ডা ও নৈশ ভোজনের মধ্য দিয়ে মা দিবস উদযাপন করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রিয় উপস্থাপক মিয়া মোহাম্মদ দুলাল ও শারমিনা শিরাজ সোনিয়া।
![]()
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল নিউইয়র্ক ভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ‘আজকাল’।অনুষ্ঠানে বিশেষ পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, শাহজাদী পারভিন সারা, ডা. জে সি প্যাটেল, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম,বারী হোম কেয়ার পক্ষ থেকে আসিফ বারী টুটুল,ঢাকা জিলা এসোসিয়েশন এর পক্ষে দুলাল বৈদ্য,ক্রিসপি চিকেনের পক্ষে এমডি সারফরাজি।
পাশাপাশি ডায়মন্ড স্পনসর হিসেবে সহযোগিতা করেন ফাহাদ সোলায়মান ,কিম এন্ড অ্যাসোসিয়েট পক্ষে ইন্জিনিয়র খালেক,কেয়ারিং ফ্রেন্ড ডিরেক্ট পক্ষে জাকির এইজ চৌধুরী,এটারনাল কেয়ার সার্ভিস এর পক্ষে আশরাফ চৌধুরী খোকন, ওয়ারেন এন্ড কেলি এর পক্ষে মোর্শেদ এ হক,চৌধুরী এস হাসান এমডি, ল অফিস অফ মাইকেল গাসি, এক্সিট রিয়েলিটি প্রাইম এর পক্ষে মোঃরাসেল,শাহ গ্রুপ ইউএসএ,মো ইসলাম।
![]()
এছাড়াও গোল্ড স্পনসর হিসেবে ছিলেন ইসলাম গ্রুপ, আব্দুর রশিদ বাবু, শেখ মোনান পলাশ, মেক ,সরোয়ার খান বাবু, গরেঞ্জ রায়, এশিয়ান হালাল মিট,ইশতিয়াক রুমি, সোহেল গাজী, আকবর হায়দার কিরন,ডিউক খান,মাইটেক ইউএসএ পক্ষে জিয়া উদ্দিন, দেওয়ান মনির সহ আরও অনেকে।
![]()
বিশেষ সমন্বয়ে ছিলেন জ্যাকসন হাইটস এলাকাবাসী ও ৮৮ বন্ধু মহল। পুরো অনুষ্ঠানটি কোন দলীয়করন ভেদাভেদ বাদ দিয়ে একটি পারিবারিক ও সামাজিক প্ল্যাটফর্মে রূপ নেয়, যেখানে মায়েদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান জানানো হয় প্রাণবন্ত পরিবেশে।
![]()
অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও বাংলাদেশ থেকে আগত একঝাঁক জনপ্রিয় কন্ঠ শিল্পী নাজু, জুয়েল, শাহমাহবুব,জনি,কালা মিয়া,কামরুজ্জামান বকুল,টিপু,কামরুল,সবুজ সহ আরো অনেকে ।
![]()
অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মা ফাউন্ডেশনের কর্ণধার আমানত হোসেন আমান।
![]()
তিনি বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও মা দিবসের মতো উপলক্ষকে কেন্দ্র করে সবাইকে একত্রিত করতে পেরে আমরা গর্বিত। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।