জলি আহমেদ…
নিউ ইয়র্কের ব্রঙ্কসে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো বর্ণাঢ্য পথমেলা। গত ৩১ আগস্ট রোববার এই মেলা হয়। সকাল থেকে রাত অবধি মেলায় ছিল বাংলাদেশি বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের স্টল। এছাড়া ছিল সংস্কৃতি অনুষ্ঠান।
এতে নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত সব শিল্পীরা সঙ্গীত পরিবেশ করেন। মেলায় বিভিন্ন পর্যায়ের মূলধারার জনপ্রতিনিধি ও কমিউনিটির নেতা, এক্টিভিটিস এবং ব্যবসায়ীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে মেলা।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের উদ্যোগে এ পথমেলা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ ও উপস্থাপক আহমেদ বুলবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি আতাউর রহমান সেলিম। আরও উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পথমেলাকে আলোকিত করেন আমেরিকার অন্যতম বাংলা পত্রিকা ঠিকানার সম্পাদক এম এম শাহীন।
অনুষ্ঠানে গানে গানে মাতিয়ে রাখেন বিন্দু কনা, রন্টি দাস, কৃষ্ণা তিথি, কালা মিয়া বয়াতি, রোকসানা মির্জা ٫রায়হান পারভেজ, জান্নাতি বিনতে জহিরুল, জহিরুল ইসলাম ও তানভির সাহিন। নৃত্য পরিবেশনায় অতিথিদের মুগ্ধ করেন মিথান ডান্স একাডেমির সদস্যরা ও এন্জেলিনা মায়া।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ বলেন, বাংলাদেশিরা আমেরিকার মাটিতে নিজস্ব সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন। এই মেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটি আমাদের একে অপরের প্রতি ভালোবাসা ও ভাতৃত্ববন্ধনের প্রতীক।
পথমেলায় উপস্থিত এটর্নী মঈন চৌধুরী বলেন, ব্রঙ্কস সারা বিশ্বব্যাপী পরিচিত। বাংলাদেশে যারা এখানে আসেন তারা ব্রঙ্কসের মায়ায় পড়ে যান। বাংলাদেশ সোসাইটি দুর্দান্ত কাজ করছে। এই একটা কমিটি ২৭ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমি আয়োজকদের এ জন্য ধন্যবাদ জানাই।
পথমেলায় বিশেষ অতিথি ও টাইটেল স্পন্সর ছিলেন আব্দুল রব দলা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া।
শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, সহ-সভাপতি কাজী রবিউজ্জামান, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরজিত কিশোর দাস চৌধুরী, সম্মানিত সদস্য বিজয় কৃষ্ণ সাহা, সহ- সাধারণ সম্পাদক সুরাইয়া আলম লাকি ও সাংগঠনিক সম্পাদক দীপংকর দেব প্রমুখ।
পথ মেলার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারি, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য জোনাইদ চৌধুরী, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু।
মুল ধারার রাজনীতিবিদদের মধ্যে ছিলেন এসেম্বলি মেম্বার, ডিস্ট্রিক্ট ৮৭ কারিনেস রিয়াস, হাজী আব্দুস শহিদ( সাবেক সভাপতি), ইমরান শাহ রন, জামাল হোসাইন, সিপিএ জাকির চৌধুরী, ডিটেকটিভ ( অব:) মাসুদুর রহমান, আব্দুর রহিম বাদশা, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, আবুল লেইছ চৌধুরী, এম এ মুহিত, খবির উদ্দিন ভুইয়া।
স্পন্সর দাতাদের মধ্যে উপস্থিত ছিলেন আহাদ আলী সিপিএ, তোফায়েল লিটন চৌধুরী, সাইদুর রহমান লিংকন, মোহাম্মদ আলী, মেহের বি চৌধুরী, জাহানগীর কাজী, বোরহান চৌধুরী হেলথ ফাস্ট, সালে উদ্দিন সাল পার্কচেস্টার রিয়েলিটি, খলিলুর রহমান খলিল।
উপস্থিত থেকে পথমেলার অনুষ্ঠান করেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সাবেক সভাপতি মাহবুব আলম, মো. শামিম মিয়া, শাহেদ আহমদ এবং সাবেক সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, জাবেদ উদ্দিন।
মেলা উদযাপন কমিটিতে ছিলেন আহ্বায়ক মো: সামাদ মিয়া জাকারিয়া, যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম, বিজয় কৃষ্ণ সাহা।
সদস্য সচিব শেখ শফিকুর রহমান, যুগ্ম-সদস্য সচিব কাজী রবিউজ্জামান, সুরাইয়া আলম লাকি।
প্রধান সমন্বয়ক মোস্তাকুর রহমান লিটন, সমন্বয়ক দিপংকর দেব ও কাজিরুল ইসলাম শিপন।
সাংস্কৃতিক উপ-কমিটি ছিলেন রায়হান পারভেজ, কবি জুলি রহমান, মিথন দেব। অর্থ উপ-কমিটিতে ছিলেন হুমায়ূন কবির সুহেল, আবুল কালাম আজাদ, মহিবুল হক।
বিলাল ইসলাম, আশফাকুল হক চৌধুরী, মো: ফখরুল ইসলাম, নাজমুল ইসলাম রাসেল, মো: চৌধুরী মুমিত, ফখরুল ইসলাম চৌধুরী, সুমন চৌধুরী, ফাহিম আহমদ, রেজা উর রহমান রেজা, মাহাবুব রহমান।
পথমেলায় মিডিয়া পাটনার হিসেবে ছিল টিবিএন২৪, ইউএসএ বাংলা, টাইম টিভি এবং ইউএসএ অনলাইন ডটকম।
পুরো মেলায় ফুটে উঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। সব মিলিয়ে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় মেলা।