জলি আহমেদ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নতুন একটি ট্রাভেল এজেন্সির উদ্বোধন হয়েছে। এর নাম জম জম ট্রাভেল। ওমরাসহ যেকোনো ধরনের ভিসা প্রসেসিং সেবা দিয়ে থাকে এজেন্সিটি।
বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটির উদ্বোধন হয় ৮ মার্চ । উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ ব্যবসায়ী ও সাংবাদিকরা ছিলেন। জ্যাকসন হাইটসের ৩৭-১৫ ৭৩ স্ট্রিটের বাংলাদেশ প্লাজার দুতলায় অবস্থিত প্রতিষ্ঠানটি। রুম নং # ২০৭।
জম জম ট্রাভেল সারা বিশ্বের জন্য ভিসা প্রসেসিং সেবা দিয়ে থাকে। এছাড়া তাদের সেবার মধ্যে আরও রয়েছে দুবাই ও ওমরার ফুল প্যাকেজ, আরব আমিরাত এবং ইন্ডিয়ার ভিসা প্রোসেসিং, ১০ বছরের জন্য সৌদি আরবের পাল্টিপোল এন্ট্রি ভিসা এবং প্লেনের টিকিটসহ নানান সেবা। গ্রাহকদের সন্তুষ্টজনক সেবা দিতে তাদের রয়েছে অভিজ্ঞ টিম।
জম জম ট্রাভেলসের মালিক তাওহিদ মাহবুব মুন্না জানান, ট্রাভেল ও ভিসা সংক্রান্ত যেকোনো ধরনের সেবা দিয়ে থাকেন তারা।
আরও বিস্তারিত জানার জন্য অথবা সেবার জন্য ৭১৮-৩৯৫-৯৬৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।