জলি আহমেদ:নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত “বি মাই ভ্যালেন্টাইনস নাইট” অনুষ্ঠানটি জমকালো আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে ছিল খাবার, পানীয় ও নাচের এক বর্ণিল পরিবেশ। যেখানে প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
অনুষ্ঠানে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ প্রজন্মের বিপুল অংশগ্রহণ ছিল নজরকাড়া। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লাইভ মিউজিক, নাচ ও বিনোদনমূলক পর্ব, যা অতিথিদের দারুণভাবে আনন্দ দিয়েছে।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী, এডভোকেট রেদওয়ানা সেতু, ইন্জিনিয়ার আবদুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, এবিসিএইচ গ্রুপের এডমিন তরিকুল ইসলাম মিঠু,মাহি ,প্রিন্স ও নুসরাত।
এ সময় অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক জানান, “বি মাই ভ্যালেন্টাইনস নাইট” শুধু ভালোবাসা দিবস উদযাপনের জন্য নয়, এটি ছিল এক মিলনমেলার মতো, যেখানে সবাই একসঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পেয়েছেন। অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এমন একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য।
ভালোবাসা দিবসের এই আয়োজনে বিনামূল্যে প্রবেশের সুযোগ ছিল, পাশাপাশি অতিথিদের জন্য ছিল আকর্ষণীয় লাকি র্যাফেল ড্র এবং এক বিশেষ নৈশভোজ। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন জনপ্রিয় ভ্লগার মাহিম আঁখি, আর আয়োজনের মূল পরিকল্পনা ও বাস্তবায়ন করে এনওয়াই মিউজিক। অনুষ্ঠানের কনভেনর ছিলেন নুসরাত। এছাড়া, মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন মাহিম।