বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন এমন একটি অভিযোগ উঠেছিল। তবে সেই অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
সোমবার এক প্রশ্নের জবাবে পিটার হাসের বিষয়টি পরিষ্কার করেন তিনি।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নকর্তা মিলারের কাছে জানতে চান, ভারতীয় চাপের কারণে বাংলাদেশের নির্বাচনের আগে পিটার হাসের গা ঢাকা দেওয়ার অভিযোগটি সত্যি কি না?
নয়াদিল্লিতে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে এক জ্যেষ্ঠ ভারতীয় কূটনীতিক ও বাংলাদেশে নিযুক্ত সাবেক দূত এসব অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন প্রশ্নকর্তা।
এর জবাবে মিলার বলেন, আমি যদিও নয়াদিল্লিতে বইয়ের মোড়ক উন্মোচনের সব অনুষ্ঠান অনুসরণ করিনি, তবে না, এটা ঠিক নয়।।
ওই প্রশ্নকর্তা আবার জানতে চান, ‘কেন নয়?’
তখন মিলার তা এড়িয়ে যান। বলেন, ‘তার আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। এ বিষয়ে এখন আর কিছু বলতে পারছেন না।’
২৮ মার্চ দিল্লির থিংক ট্যাংক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। সেখানে পিটার হাসের গা ঢাকা দেওয়ার অভিযোগটি করেছিলেন ঢাকাস্থ ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।
তখন তিনি বলেছিলে, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা জানিয়ে দেওয়া হয়। যার পরিণতিতে পিটার হাস লোকচক্ষুর আড়ালে চলে যান।