দেশের ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ সিলেট বিভাগ। এই বিভাগেরই মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা হচ্ছে বড়লেখা। উঁচু-নিচু পাহাড় ও হাওর বেসঠ্তি এই অঞ্চলের মানুষ ক্রিকেটপেমী। প্রতিবছরই কোনো না কোনো খেলার আয়োজন থাকে এখানে। তবে বড়লেখা ক্রিকেট লীগ (বিসিএল) হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট।
গত ২১ অক্টোবর জার্সি উন্মোচনের মাধ্যমে জাঁকজমকপূর্ণ ভাবে বিসিএলের সিজন-৪ এর উদ্বোধন হয়। ক্রিকেটার্স বড়লেখার আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়াম ও মাল্টিপারপাস কমিউনিটি হলে এ অনুষ্ঠান হয়। উদ্বোধনী ম্যাচে রিয়েল আইকন বড়লেখা ও স্পিরিট স্কোয়াড বড়লেখা লড়াই করে।
![]()
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) বড়লেখা নাঈমা নাদিয়া, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক কোচ এ কে এম মাহমুদ ইমন। আয়োজনের পৃষ্ঠাপোষকতা করেন ক্রিয়া অনুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান পারভেজ।
![]()
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু, মৌলভীবাজার জেলা কোচ রেজওয়ান মজুমদার রুমন, মৌলভীবাজার জেলার সহকারী কোচ সৈয়দ মাহমুদ সুফি (রিন্টু) ও কোয়াব বড়লেখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এবাদত হোসেন চৌধুরী। এছাড়া বড়লেখার উপজেলার ক্রীড়া ব্যক্তিত্ব বিসিএল পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।