জলি আহমেদ: প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কমিউনিটির সেবা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, বাংলাদেশের অগ্রগতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে একসঙ্গে ইফতার করেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যামাইকার পরিচিতমুখ চুন্নু, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর সভাপতি শামীম গফুর, সাধারণ সম্পাদক এহসানুল হক(বাবুল), পদ্মা ইয়োলো সোসাইটির সভাপতি হারুন খান, পদ্মা ইয়োলো সোসাইটির ক্রিড়া সম্পাদক আনারুল হক, প্রবাসী মতলব সমিতি ইনক এর সভাপতি রবিউল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম হাসান। এছাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম (কলিম), সহ-সভাপতি মোয়াল্লেম হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রফিক, আইন বিষয়ক সম্পাদক এ. কে. এম.হক (খোকন), সমাজকল্যাণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক মিয়া ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো:আতিক উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, কার্যকরী সদস্য কাজী আশিকুজ্জামান, কবির হোসেন, সোহানুর রহমান সোহান, আব্দুল মান্নান, হযরত আলী, কাউসার আহমেদ, আশরাফ ভূঁইয়া, পারভেজ, শাহ্ মো:কাশেম আলী ও আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
প্রবাসীদের কল্যাণে সংগঠনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ রাখা এবং স্বার্থ সংরক্ষণ করা সংগঠনের অন্যতম লক্ষ্য।
ভবিষ্যতে আরও বড় পরিসরে দোয়া মাহফিলসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।