জলি আহমেদ :
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ। সংগঠনটির উদ্যোগে রিভার ক্রুজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ক্রুজে সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজনসহ প্রায় সারে চারশোর মত প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন।
গত ২৮ সেপ্টেম্বর, রোববার ওয়াল্ড ফেয়ার মেরিনাতে থেকে যাএা শুরু হয় রিভার ক্রুজের।সকাল থেকে বিকেল অবধি বিভিন্ন আনন্দ আয়োজনে মেতে থাকেন অতিথিরা। রিভার ক্রুজে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান,মুখরোচক খাবার। আরো ছিলো র্যাফেল ড্র যাতে ছিলো পাঁচটি সোনার গহনা সহ মোট দশটি আকষনীয় পুরষ্কার।
![]()
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ নানা সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ও দেশপ্রেম চর্চার একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখেন আয়োজকরা।
![]()
রিভার ক্রুজে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জ্যমাইকা ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার,সামসুদ্দিন আজাদ চট্টগ্রামে ইউনিভার্সিটি এলামনাাই এসোসিয়েশনের এডভাইজার ও মাহমুদ আহমেদ চট্টগ্রামে ইউনিভার্সিটি এলামনাাই এসোসিয়েশনের সভাপতি সহ আরো অনেকে।
![]()
রিভার ক্রুজের শুরুতে বেলুন উড়িয়ে উদ্ভোদনে করেন বাংলাদেশ এসেম্বল অফ ইউএস পক্ষ থেকে ফকরুল ইসলাম মজনু (উপদেষ্টা)এবং সাথে ছিলেন সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম (কলিম)সহ সক্রিয় সদস্যগন।
![]()
উদ্ভোদনে উপস্থিত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জ্যমাইকা ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, রিভার ক্রুজে এত মানুষের সমাগম একে আপরের মাঝে ভাতৃত্ব ও মেলবন্ধন তৈরী করবে,যা আগামী দিনে কমিনিটি গড়ার লক্ষ্যে পথ সুদীর্ঘ করবে।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()