ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে আবরার হত্যাকাণ্ডের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিষিদ্ধ হয় ছাত্ররাজনীতি। দীর্ঘ দিন পর আবার সেই ইস্যুটি সামনে চলে এসেছে। সম্প্রতি হাইকোর্ট বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত করেছে। ফলে ছাত্রলীগ ফের বুয়েট ক্যাম্পাসে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও অধিকাংশ শিক্ষার্থী ছাত্ররাজনীতি চায় না।
এরই মধ্যে বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে নিজের মতামত জানালেন সাবেক বুয়েটিয়ান ও জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। যেখানে তিনিও চান না বুয়েটে ছাত্ররাজনীতি ফিরে আসুক।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন প্রতিষ্ঠানটির স্থাপত্য বিভাগের সাবেক এই শিক্ষার্থী। একইসঙ্গে ছাত্ররাজনীতি বন্ধের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তিনি।
অপি করিম তার ফেসবুকে লেখেন, বুয়েটের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং অ্যালামনাই হিসেবে আমি বুয়েটে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে। বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সফলতা কামনা করছি।
একই সঙ্গে ওই পোস্টের হ্যাশট্যাগে জনপ্রিয় এই অভিনেত্রী লেখেন, ‘নো স্টুডেন্ট পলিটিক্স ইন বুয়েট’।