বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন নগর ভবনের সামনে উড়ল লাল-সবুজের পতাকা। এটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন। মঙ্গলবার (২৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় এই পতাকা।
এর আগে ২০১৬ সালে ৪৫তম স্বাধীনতা দিবসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) বোস্টনের নগর ভবনের সামনে পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
বোস্টন বাংলা এইডের উদ্যোগে এবং বোস্টন সিটি কাউন্সিলের ব্যবস্থাপনায় বাংলাদেশের পতাকা উত্তোলন কর্মসূচির শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। যেতে অংশ নেন বোস্টন সিটি কাউন্সিলর, স্থানীয় ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা।