জলি আহমেদ…
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। গত শনিবার ব্রুকলিনের কুনি আইল্যান্ড অ্যাভিনিউর এক পার্টি হলে এই অনুষ্ঠান হয়।
![]()
অনুষ্ঠানে সোসাইটির ট্রাস্টি, উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসী অংশ নেন। এসময় কমিটির নতুন নেতাদের শুভেচ্ছা জানিয়ে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
![]()
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির নবগঠিত কমিটির সভাপতি জাহিদ মিন্টু, সাধারণ সম্পাদক এএসএম মইন উদ্দিন পিন্টু।
আরো উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক আনোয়ারুল আজিম, সদস্য সচিব মইনুল উদ্দিন মাহবুব, বিদায়ী কমিটির সভাপতি নাজমুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক ইউছুপ জসিম।
সংগঠনটির নবগঠিত কমিটির সভাপতি জাহিদ মিন্টু নির্বাচন কমিশন ও সদস্যদের (ভোটার) ধন্যবাদ জানান। শপথ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি সংগঠন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যয় ব্যক্ত করেন।
![]()
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সেইসাথে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।