ছেলে পদ্মর বয়স এখনো দুই বছর হয়নি। এরমধ্যে পরীমনির ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তান, যার বয়স মাত্র ৯ দিন। মা দিবসে পরী তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে প্রকাশ্যে আনলেন।
রোববার (১২ মে) ছেলে শাহীম মোহাম্মদ পদ্ম এবং মেয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন পরীমণি। যদিও মেয়ের মুখ ভালোভাবে দেখাননি পরী।
৯ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করে পরী ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে টু মি। আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’
এদিকে মেয়ের জন্য বিশেষ আয়োজন থাকছে। তার আকিকার আয়োজন করছেন পরী। এই খবরটি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন তিনি।
জানা গেছে, মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নিয়েছেন পরীমণি। একটি ভারতীয় গণমাধ্যমে প্রথম খবরটি প্রকাশ হয়।