যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে দেশটির আলাবামা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বার্মিংহামের ফাইভ পয়েন্টস সাউথ ডিস্ট্রিক্টে স্থানীয় সময় রাত ১১টার পরে একাধিক বন্দুকধারী একদল মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি।
তিনি জানান, পুলিশ দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন প্রাপ্তবয়স্ক নারীকে ফুটপাতে ওপর গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পায়। ঘটনাস্থলেই তাদের তিনজনকে মৃত ঘোষণা করা হয়। চতুর্থ ব্যক্তি হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
ফিটজেরাল্ড বলেছেন, গুলিতে আরও কয়েক ডজন লোক আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে হেফাজতে নিতে পারেনি। তদন্তে সহায়তা করতে পারে এমন যেকোনো ধরনের তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।