রাজধানীর শনির আখড়ায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সন্ধ্যায় সেখানে সংঘর্ষের সময় পুলিশের শটগানের গুলিতে আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন ইরান, সোহাগ, বাবু মিয়া ও তার শিশুপুত্র রোহিত মিয়া এবং স্কুলছাত্র মাহিম আহমেদ।
আহত ব্যবসায়ী বাবু মিয়া বলেন, তিনি দনিয়া এলাকায় শিশুসন্তান রোহিতকে নিয়ে বাসার ফটকে দাঁড়িয়ে ছিলেন। তখন পুলিশের ছোড়া ছররা গুলি তার ও ছেলের গায়ে লাগে।
আহত স্কুলছাত্র মাহিম আহমেদের বাবা মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যার দিকে কোচিং শেষ করে তিনি বাসায় ফিরছিলেন। তখন পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়েন। এ সময় পুলিশের ছররা গুলিতে তার ছেলে আহত হয়।
খবর: প্রথম আলো