জলি আহমেদ…
রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর অধীন রোটারি ক্লাব অব হোপ নিউ ইয়র্কের দ্বিতীয় ইন্সটেলেশন (নতুন নেতৃত্বের অভিষেক) উদ্যাপন হয়েছে। রোববার (১৭ আগস্ট) ব্রুকলিনের একটি ভবনের ছাদে এই প্রোগ্রাম হয়।
রোটারি ডিসট্রিক্ট গভর্নর (ডিজি) গেরেট কাপাবিয়ান কো, বিশেষ অতিথি হিসেবে নিউইয়র্ক স্টেটের সিনেটর লিরত কমরি, এবং বাংলাদেশের সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব শারমিন নাহার লাকি আসন গ্রহণ করেন। রোটারি এরিয়া গভর্নর আবিদ রাগবির, বিশিষ্ট রোটারিয়ান আমির আসাদি, অন্যান্য ক্লাবের সম্মানিত রোটারিয়ান, বিশেষ করে সুজান সোয়াম ও মিজানুর রহমান পুরো সময় আমাদের উজ্জীবিত করে রাখেন।
এছাড়া রোটারি ক্লাব নিউ ইয়ার্ক কুইন্সের সাবেক সভাপতি রোটারিয়ান নাভারাহ কেসি ও রোটারিয়ান রায়হান জামান উপস্থিত ছিলেন। পাইওনিয়ার রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুর নূর, প্রাক্তন রোটারেক্টর মীর রব খসরু সপরিবারে উপস্থিত ছিলেন।
ক্লাবকে সহযোগিতার জন্য স্পনসর মোরাল অর্থোপেডিক্স এর কর্ণধার মোহাম্মদ জে মোরাল, চিফ ফাইনান্সিয়াল অফিসার আরাফাত রহমানকে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়।
ইন্সটেলেশন কমিটির আহবায়ক রোটারিয়ান আতিকুর রহমান যথাসময় সবাইকে স্বাগত জানান। এছাড়া চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান রওনক আহমেদের হাতে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেন। রওনক আহমেদের সঞ্চালনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কাজী জামিল আহমদ স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন।
ক্লাবের নতুন সভাপতি আব্দুল্লাহ তারেক মোহাম্মদকে রোটারি শপথ বাক্য পাঠ করান ডিজি কাপাবিয়ান কো। শপথে নতুন পরিচালনা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়। প্রধান অতিথি হিসেবে ডিজি তার বক্তব্যে ক্লাবের সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করে উজ্জ্বল ভবিষ্য কামনা করেন।
নিউ ইয়র্ক স্টেটের সিনেটর বিশ্বব্যাপী সকল রোটারিয়ানদের ধন্যবাদ জানান। একই সঙ্গে রোটারি ক্লাব অফ হোপকে নিউ ইয়র্কের সিনেটরের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করেন। চার্টার প্রেসিডেন্ট রওনক আহমেদ এই সার্টিফিকেট নেন। এছাড়া সিনেটর বিশেষ সম্মান সার্টিফিকেট প্রদান করেন কাজী জামিল আহমদ, আব্দুল্লাহ তারেক মোহাম্মদ ও আতিকুর রহমানকে।
অনুষ্ঠানে ক্লাবের নতুন সভাপতি আব্দুল্লাহ তারেক মোহাম্মদ এবং নতুন সেক্রেটারি ফয়সাল মাহমুদের বক্তব্য ছিল ভীষণভাবে প্রাণাজ্জ্বল দৃঢ় এবং সহযোগিতার প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিষ্ঠাতা সভাপতি রওনক আহমেদ ও বিদায়ী প্রেসিডেন্ট কাজী জামিল আহমেদের পক্ষ থেকে অন্যান্য রোটারিয়ানদের সম্মান সূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া ক্লাবকে সহযোগিতা করার জন্য অন্যান্য ব্যক্তিদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। রওনক আহমেদ ক্লাবের সকল সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সদস্যরা হলেন – আব্দুল্লাহ তারিক মোহাম্মদ, ফয়সাল মাহমুদ, সোয়েব খান, সোহেল পারভেজ, আতিকুর রহমান, সানজানা তাসমিন, রুবাইয়া রহমান, সায়লা রশীদ, শান্তনু সাজ্জাদ, আরিফ মোহাম্মেদ, শামীমা আহমেদ, খালিদা হোসেইন, ফাতিমা আওয়াল ও মোহাম্মদ সাবুর আলম।
সভাপতি আব্দুল্লাহ তারিক সবাইকে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।