দেশে শহরের বস্তিগুলোতে সবচেয়ে বেশি বসবাস করেন বরিশাল জেলার মানুষ। বস্তিগুলোয় প্রতি ১০০ জনের মধ্যে ১৩ জনের বেশি মানুষ বরিশাল থেকে আসা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, দেশের শহরাঞ্চলের বস্তিগুলোতে মোট বসবাসকারী জনসংখ্যার প্রায় সাড়ে ১৩ শতাংশ বরিশালের। এর পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ। বস্তিতে বসবাসকারী ময়মনসিংহের মানুষ রয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ।
বিবিএসের করা ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ এর প্রতিবেদনে বলা হয়, অন্য জেলা থেকে এসে বস্তিতে বসবাসকারী শীর্ষ জেলা পাঁচটি। এছাড়া শহরাঞ্চলে বসবাসকারী জনসংখ্যার মধ্যে কিশোরগঞ্জের ৭ দশমিক ৮২, কুমিল্লার ৬ দশমিক ৫২ এবং নেত্রকোনা জেলার জনসংখ্যা রয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ।