গান গেয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৩) নিহত হয়েছেন।
তার সঙ্গে অটোরিকশায় থাকা ছাত্তার মিয়া (৩০) নামের আরেকজন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের ছাতক পৌর শহরের সুরমা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে।
নিহতের মামা রবিউল হাসান বলেন, বুধবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাসান একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। এরপর বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশায় করে তিনি ও তার সঙ্গীরা বাড়ি ফিরছিলেন। পথে ভোর ৬টার দিকে ছাতকের সুরমা সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসান ও ছাত্তার নিহত হন। আহত হন একই গ্রামের জাহাঙ্গীর, রূপণ ও লায়েছ।
আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিল্পী পাগল হাসানের ‘আসমানে যাইও নারে বন্ধু…’, ‘জীবনখাতায় প্রেম কলঙ্ক…’, ‘মন আমার মরা নদী…’, ‘মাটির বালাখান…’ এমন বেশ কিছু জনপ্রিয় গান আছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।