সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে তোলা হলে তিনি এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এম এ মান্নানের সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাসভবন থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। সাবেক এই মন্ত্রীকে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।