সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এর মধ্যে মূল অবরোধ কর্মসূচি হয় ঢাকার শাহবাগে। রোববার সোয়া চার ঘণ্টা রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় আটকে রেখে কর্মসূচি পালন করেন কোটাবিরোধীরা। দাবি আদায়ে সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে আবারও রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থেকে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করছেন। তাদের ডাকে সাড়া দিয়ে ঢাকাসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল–সমাবেশ ও সড়ক অবরোধ করছেন।
শাহবাগে আজকে বিকেল ৪টার পর অবরোধ শুরু হলেও তার কয়েক ঘণ্টা আগে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আর বিকেল ৪টার পর শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে মিল রেখে চাঁনখারপুল, নীলক্ষেত, তাঁতীবাজার, শেরে বাংলানগরসহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারসহ ঢাকার গুরুত্বপূর্ণ অনেক সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আজ আমরা শাহবাগ থেকে কারওয়ানবাজার পর্যন্ত গিয়েছি। আগামীকাল আমরা কিন্তু ফার্মগেট পার হয়ে যাব। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে আমাদের জমায়েত হবে। আমরা আমাদের “ব্লকেড” কর্মসূচি পালন করব।’
আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো কিছুতে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো আবাসিক হলে বাধা দেওয়া হলে আমাদের জানাবেন। আমরা সম্মিলিতভাবে সেই হল ঘেরাও করব।’