জলি আহমেদ: সন্ধ্যাটি ছিল বাংলা সংস্কৃতি, সম্প্রীতি আর শ্রমিক অধিকার নিয়ে উচ্চারণের এক প্রাণবন্ত মিলনমেলা। দক্ষিণ এশীয় আমেরিকান শ্রমিক সংগঠন আসসাল(অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার) এর লং আইল্যান্ড চ্যাপ্টারের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ উপলক্ষে এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানের পুরোটা সময়জুড়ে ছিল বাঙালিয়ানার ছোঁয়া, আর সেই আবহে ছিলেন নিউইয়র্কে কর্মরত শ্রমিক নেতারা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাংস্কৃতিক কর্মী ও অভিবাসী সম্প্রদায়ের সদস্যরা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আসআল লং আইল্যান্ড চ্যাপ্টারের সেক্রেটারি সেলিম আদমজী। শহরের পরিচিত মুখ, অভিজাত ও ঐতিহ্যবাহী পরিবারের সদস্য সেলিম আদমজী এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন তার নেতৃত্বে ও উপস্থাপনায়। নিউইয়র্কে মানুষ হিসেবে তার অবস্থান, আর কমিউনিটি সংগঠনে সক্রিয় ভূমিকা তাকে জাতীয় কমিটিতে যুক্ত করার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
আসআলের জাতীয় সভাপতি, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রখ্যাত শ্রমিক নেতা মাফ মিসবাহউদ্দীন ও জাতীয় সেক্রেটারি মোহাম্মদ করিম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো আয়োজনে সমর্থন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আসআলের লং আইল্যান্ড চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সেলিম আদমজী, করসপন্ডিং সেক্রেটারি সৈয়দ জিল্লুর রহমান, নির্বাহী পরিচালক রফিক খান, পলিটিকাল ডিরেক্টর মিয়া আলিম পাকি, ইমিগ্রেশন ডিরেক্টর সিকদার তাবরেজ, ট্রেজারার শওকত আলী, উইমেন্স কমিটি চেয়ার ডক্টর শাহনাজ আলম, ডিরেক্টর অব অর্গানাইজেশন বাবুর ভূঁইয়া, সহ-সভাপতি আবুল মিসবাহ উদ্দিন (হেলাল), শাহজাহান সিরাজ,কাউসার আহম্মেদ, কাজী ইসলাম জুয়েল ও আবু তৈয়ব। এছাড়া প্রথম আলো নিউইয়র্কের সম্পাদক ইব্রাহিম চৌধুরী উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্যে উঠে আসে অভিবাসী শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও সামাজিক ন্যায়ের গুরুত্ব। দক্ষিণ এশীয় আমেরিকানদের ন্যায্য অধিকার আদায়ে আসআলের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন অনেকে।
অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে পহেলা বৈশাখে ঘিরে দেশীয় আবহ। ঘরে তৈরি বিরিয়ানি, চটপটি, ফুসকা, পিঠাপুলি, আমের আচার, মিষ্টি, আর চায়ের স্বাদে ফিরে এসেছিল দেশের ঘ্রাণ। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল বাংলার গানে মাতৃভূমির টান। নববর্ষের গানগুলো মুহূর্তেই উপস্থিত অভিবাসীদের মনে ফিরিয়ে নিয়ে গিয়েছিল শেকড়ের গ্রামে, মাঠে, উৎসবে। বর্ণাঢ্য এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিলেন, প্রথম আলো নিউইয়র্ক, ইউএসএ বাংলা, এটিভি ইউএসএ ও বাংলাদেশ প্রতিদিন।
আসআল ‘অফ দ্যা কমিউনিটি এন্ড ফর দা কমিউনিটি’ এই মূলমন্ত্রে সংগঠনটি যেমন অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে দৃঢ়, তেমনি সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেও প্রতিশ্রুতিবদ্ধ। সংগ্রামী মানুষেরাই সমাজ বদলের নেতৃত্ব দেন। তাদের লড়াই কখনও থেমে থাকে না, শুধু রূপ ও প্রেক্ষাপট বদলায়।