সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বলেন, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরিফ খান জয় নেত্রকোনা-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি ঈগল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।