জলি আহমেদ
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে।
৩০ মার্চ অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড়সহ ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশি।
শুরুতে অনুষ্ঠানে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব হয়। এরপর বিশ্ব মুসলিম উম্মাহ ও প্রবাসী বাঙালিদের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা বলেন, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা প্রবাসী বাঙালিদের উদ্দেশে এমন আযোজন সত্যি প্রশংসার যোগ্য। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মাঝে সেতুবন্ধন তৈরি হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার বর্তমান সভাপতি দুলাল মিয়া এনাম, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি রুমেল আহমেদ, হাসান আহমেদ, রিমন আহমেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অর্গানইজিং সেক্রেটারি আব্দুল কাদের লিপু, ট্রেজারার জাহাঙ্গীর হোসাইন জয়নুল, অফিস সেক্রেটারি গোলাম হোসেন, পাবলিসিটি সেক্রেটারি মোঃ মেহরাজ হোসাইন ফাহমি, কালচারাল সেক্রেটারি মাহবুবুল ফিরোজ, এন্টারটেইনমেন্ট সেক্রেটারি ফয়সাল আহমেদ।
আরো ছিলেন, দেলওয়ার হোসাইন, জহির উদ্দিন জুয়েল, শাবলু আহমেদ, নুরুল হক হাসানু, অপু আহমেদ, রানা আহমেদ, কবির আহমেদ, নওশাদ হায়দার।
স্পোর্টস কাউন্সিলের সভাপতি দুলাল মিয়া বলেন, আমাদের উদ্দেশ্য সবার মাঝে সম্প্রীতি ও বন্ধন অটুট করা। যদি আমাদের এই আয়োজনে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রবাসে অনেক খ্যাতনামা খেলোয়াড় রয়েছেন। তাদের নেতৃত্বে নতুন প্রজন্মে বাংলাদেশের খেলাধুলার বিকাশ ঘটাতে দীর্ঘদিন ধরে কাজ করছে স্পোর্টস কাউন্সিল। ফুটবল লীগ ও নানা টুর্নামেন্টের আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে স্পোর্টস কাউন্সিল। ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাও অবদান রাখছে এই সংগঠনটি।