বর্তমানে চাকরির বাজার প্রতিযোগিতামূলক। যারা একেবারেই নতুন তাদের জন্য এটা তো আরও কঠিন। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে বিষয়টি সহজ হয়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে, দক্ষতা ছাড়া কোনো বিকল্প নেই। যে যতো বেশি দক্ষ তার জন্য চাকরির বাজারে টিকে থাকা ততো সহজ। তারপরও যারা নতুন চাকরিতে ঢুকবেন তাদের জন্য কিছু পরামর্শ। হয়তোবা এই পরামর্শ আপনার কাজে লেগে যেতে পারে।
মানসম্মত সিভি
সিভি বা কারিকুলাম ভিটা হলো নিয়োগকর্তার কাছে আপনার ভূমিকা। আপনি প্রতিটি কোম্পানিকে একই ধরনের সিভি পাঠাতে পারবেন না। নির্দিষ্ট কাজ অনুযায়ী সিভি এবং কভার লেটার বদলান। সিভিতে ভুল করা চলবে না। চাকরির বিষয়ে আগে ভালো করে জেনে সেই কাজের জন্য যা যা জরুরি দক্ষতা দরকার সেটা সিভিতে হাইলাইট করুন। এ বিষয়ে দক্ষ কারো সাহায্য নিতে পারেন।
দক্ষতা বাড়ান ও নিজেকে আপডেটেড রাখুন
প্রথমেই আপনার যেটা করা জরুরি, সেটা হলো দক্ষতাকে উন্নীত করা। নতুন নতুন কোর্স এবং চাকরির ব্যাপারে নিজেকে আরও বেশি উপযোগী করে তোলা। অনেক রকমের অনলাইন কোর্স রয়েছে সেগুলোতে যোগ দিতে পারেন। যেমন লিঙ্কডিন লার্নিং, কোর্সেরা কিংবা উডেমির মতো অনলাইন লার্নিং পোর্টালগুলো দেখতে পারেন।
নেটওয়ার্কিং
চাকরি খোঁজার ক্ষেত্রে নিজস্ব নেটওয়ার্ক থাকাটা জরুরি। যত ভালো এবং পোক্ত নেটওয়ার্ক হবে, ততই মসৃণ হবে আপনার চাকরি পাওয়া। কারণ যখন কোথায় ভালো সুযোগ আসছে বা নতুন কোন সংস্থা কর্মী খুঁজছে- তখন এসব খবর সবার আগে আপনিই পাবেন যদি নেটওয়ার্ক থাকে। নেটওয়ার্কিংয়ের জন্য লিঙ্কডিন ফেলো করতে পারেন।
জব ফেয়ার এবং ইভেন্ট
বিভিন্ন জব ফেয়ার বা ইভেন্টে যেতে পারেন। জব ফেয়ারে অংশগ্রহণ আপনাকে চাকরির বাজার সম্পর্কে বুঝতে এবং সম্ভাব্য নিয়োগকর্তার সাথে যোগাযোগ করতে সহায়তা করবে।