যুক্তরাষ্ট্রে হঠাৎ করে ভারতীয় শিক্ষার্থীদের ওপর হামলা বেড়েছে। চলতি বছর, অর্থাৎ ২০২৪ সালের প্রথম থেকেই ঘটে হামলার কয়েকটি ঘটনা। এরই মধ্যে অন্তত চার ভারতীয় আমেরিকান শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। হোয়াইট হাউজও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে।
হোয়াইট হাউজ বলছে, জো বাইডেন প্রশাসন শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে চেষ্টা করছে। সম্প্রতি হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কিরবি এই কথা জানান।
১৮ মার্চ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বোস্টনে সবশেষ অভিজিৎ পারুচুরু নামে ভারতীয় এক ছাত্রের মৃত্যু হয়। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুতে অস্বাভাবিক কিছু নেই বলে দাবি করা হয়েছে। এর আগে একই মাসে অমরনাথ ঘোষ নামে এক ভারতীয় নৃত্যশিল্পীর রহস্যজনক মৃত্যু হয়েছিল যুক্তরাষ্ট্রে। নাচের স্বপ্ন পূরণ করতে অমরনাথ ঘোষ নামে ওই বাঙালি শিল্পী যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেন্ট লুইস অ্যাকাডেমির কাছে তাকে গুলি করা হয়েছিল বলে অভিযোগ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ৫ ফেব্রুয়ারি ২৩ বছর বয়সী এক ইন্ডিয়ান আমেরিকান ছাত্রের মৃত্যু হয়। এছাড়া ২ ফেব্রুয়ারি বিবেক তানেজা নামে ৪১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক আইটি কর্মকর্তার ওপর হামলা হয় একটি রেস্তরাঁর বাইরে।
এসব বিষয়ে জন কিরবি বলেন, জাতি, লিঙ্গ বা ধর্ম অথবা অন্য কোনো কারণের ওপর ভিত্তি করে সহিংসতা কোনো অজুহাত হতে পারে না। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অগ্রহণযোগ্য। এমনটি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ও প্রশাসন কঠোর পরিশ্রম করছে। আমরা রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার জন্য যা কিছু করা দরকার, তা করছি।