শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মন্ত্রী-এমপি আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে হেভিওয়েটরাও আছেন। এরমধ্যে রয়েছেন সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। গ্রেফতারের মধ্যে আরও রয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। তারা এখন রিমান্ডে। জিজ্ঞাসাবাদে নানা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। বিশেষ করে শেখ হাসিনা সম্পর্কে এমন তথ্য দিচ্ছেন যা, আগে কখনো কেউ শোনেনি।
এরমধ্যে জিজ্ঞাসাবাদে ডিবিকে সালমান এফ রহমান বলেন, আন্দোলনের সময় আমি শেখ হাসিনাকে বলেছিলাম, দেশের মানুষ আমাদের ওপর খেপে যাচ্ছে। কিন্তু তিনি পাত্তা দেননি। ছাত্র অন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, ‘পুলিশ এতো ভালো কাজ করছে। সেনাবাহিনী কেন পারছে না। এ সময় আমি বিষয়টি নিয়ে তাকে সেনাপ্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেই।’
এসময় সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন, ‘আপনাদের বিরুদ্ধে মামলা তো মাত্র শুরু। কতগুলো মামলা হবে তা আমরাও জানি না। আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে।
উত্তরে সালমান এফ রহমান বলেন, ওয়ান-ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি। সুতরাং সমস্যা হবে না।
এসময় তিনি ডিবি কর্মকর্তাদের বলেন, আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে। কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী। তারা বেতন পাবে না। ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না।
তখন ডিবি কর্মকর্তা হেসে বলেন, আপনারা ১৫ বছরে দেশটি খেয়ে ফেলেছেন। আর এখন আপনাকে ছেড়ে দেবো-সেটা ভাবার কারণ নেই।